ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার যৌতুক মামলায় কারাগারে

প্রকাশিত: ২১:২৯, ৩১ ডিসেম্বর ২০২০

পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার যৌতুক মামলায় কারাগারে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ স্ত্রীর যৌতুকের মামলায় মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আব্দুল মোমেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোস্তফা রাঙ্গামাটি জেলার এডিসি হিল এলাকার মৃত শাহ সুফি সিরাজুল হক ফকিরের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন উপশহরস্থ এফ ব্লকের ৩নং রোডের ৭৭নং বাসায় বসবাস করে আসছেন। আদালত সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত আছেন এসএম গোলাম মোস্তফা। পুলিশের চাকরিতে থাকা গোলাম মোস্তফার স্ত্রীর যৌতুক আইনে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে গত ১০ ডিসেম্বর মামলা দায়ের করেন। সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ৩০ ডিসেম্বর ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ছোট শিলমান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকার দুলাল মিয়ার ছেলে রুহান হোসেন, একই গ্রামের মনির হোসেনের ছেলে মিজান, মেঘনা থানার লক্ষনখোলা এলাকার রুকুর ছেলে মোঃ রানা। টাঙ্গাইল নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা যাত্রী সেজে দীর্ঘদিন ধরে গাবতলী থেকে পাবনা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ডাকাতি করে আসছিল।
×