ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাকরি দেয়ার প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

প্রকাশিত: ২১:২৪, ৩১ ডিসেম্বর ২০২০

চাকরি দেয়ার প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু উপজেলায় নির্মাণাধীন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) সরকারী চাকরি দেয়ার প্রলোভনে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেছে ঠিকাদার। ওই লম্পট ঠিকাদারের বিরুদ্ধে বিচার দাবি করে ধর্ষণের শিকার নারীর স্বামী বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। জানা গেছে, রামু জোয়ারিয়ানালা সওদাগর পাড়ার মৃত আজিজুর রহমানে পুত্র সাইফুল ইসলাম সাব ঠিকাদার হিসেবে কাজ করতেন নির্মাণাধীন বিকেএসপিতে। সেই সুবাধে সাইফুল একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে উক্ত সরকারী প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভনে বড় কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে কক্সবাজার শহরের একটি হোটেলের কক্ষে নিয়ে আসে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার এন্টারপ্রাইজের মালিক কাদের সিকদার এবং সাব ঠিকাদার সাইফুল ইসলাম তাকে পালাক্রমে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও ফুটেজ তৈরি করে পরবর্তীতে তা ফেসবুকে দেয়ার ভয় দেখিয়ে সেই নারীকে পরবর্তী আরও কয়েকবার ধর্ষণ করে। কোন ধরনের চাকরির ইঙ্গিত না পেয়ে বিষয়টি ওই নারী তার স্বামীকে জানালে তারা উভয় মিলে এ জঘন্য ঘটনার বিচার দাবি করেছেন। জানা গেছে, সাইফুল আগে থেকে লম্পট প্রকৃতির লোক। সে মূলত আগে ভিন্ন রাজনীতি করলেও বর্তমানে জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয়ে থেকে ঠিকাদার হিসেবে বিকেএসপিতে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যান। সাভারে আটক এক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে পাওনা টাকা চাওয়ায় এক নারীকে (৪৩) ধর্ষণের অভিযোগে রনি নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক রনি (৪৫) সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি হাড়ভাঙ্গা রোগীদের চিকিৎসা দেন। জানা গেছে, ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত রনির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সেই সুবাদে দুই মাস আগে তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির ৮০ হাজার টাকা ধার দেন রনিকে। গত ২৬ ডিসেম্বর ওই নারী পাওনা টাকা চাইতে গেলে রনি তার দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে রনিকে আটক করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। লিটন হত্যাকাণ্ডের চতুর্থবার্ষিকী আজ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ ডিসেম্বর ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের চতুর্থবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ মাস্টারপাড়ায় তার নিজস্ব বাসভবনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, দোয়া মাহফিল ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা। উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটন হত্যাকাণ্ডের পর দুটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা।
×