ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে হাসপাতাল বন্ধের দাবি

প্রকাশিত: ২১:২০, ৩১ ডিসেম্বর ২০২০

বরিশালে হাসপাতাল বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের বেসরকারী দুস্থ মানবতার হাসপাতালে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও হাসপাতাল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এলাকাবাসী ও নিহত নবজাতকের পরিবার ও স্বজনদের উদ্যোগে উপজেলার বাইপাস (ফুল্লশ্রী) এলাকার আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দুস্থ মানবতার হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নিহত শিশুর মামা আতিক হাওলাদার ও ইউপি সদস্য কুদ্দস মোল্লাসহ বক্তারা বলেন, গত ২৭ ডিসেম্বর তালতারমাঠ গ্রামের রহিম সরদারের সন্তান সম্ভবা স্ত্রী ইয়াসমিন বেগমকে (২০) হাসপাতালে আনার পর ওই হাসপাতালের কথিত নার্স ও আয়ারা জোরপূর্বক নরমাল ডেলিভারির করায়। যেকারণে জন্মের পর পরই ইয়াসমিনের নবজাতক পুত্র মারা যায়। এ ঘটনায় ওইদিন রাতেই প্রসূতি ইয়াসমিনের ভাই আতিক হাওলাদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, ভুক্তভোগীরা তার কাছে কোন লিখিত অভিযোগ না করায় তিনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেননি। তবে ঘটনাটি জেলা সিভিল সার্জনের দৃষ্টিগোচর হওয়ায় সিভিল সার্জন বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ শুনে বুধবার সকালে তিনি সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।
×