ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরে পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২১:১৯, ৩১ ডিসেম্বর ২০২০

রংপুরে পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ ডিসেম্বর ॥ প্রতিবন্ধী রিক্সাচালক নাজমুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ কনস্টেবল হাসান আলীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে তাজহাট থানা আমলি আদালতের বিচারক আল মেহবুব এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তাজহাট থানা পুলিশের এসআই আশরাফুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান।কোর্ট পরিদর্শক নাজমুল কাদের জানান, এই মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল হাসান আলীর স্ত্রী সাথী বেগমকে দুই কার্যদিবসে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। গত ২৩ ডিসেম্বর দুপুরে রংপুর নগরীর কোর্টপাড়ায় কনস্টেবল হাসানের ভাড়াবাসা থেকে প্রতিবন্ধী রিক্সাচালক নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার বিক্ষুব্ধ মানুষ বিক্ষোভ ও রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করেন। এ ঘটনায় ওইদিনই রাতে নিহত নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম বাদী হয়ে কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নিহত রিক্সাচালক নাজমুল ইসলামের বাড়ি লালমনিরহাটের মুস্তফি এলাকায়। তিনি নগরীর আশরতপুর ইদগাপাড়ায় বাড়িভাড়া নিয়ে বসবাস করছিলেন। অভিযুক্ত পুলিশ সদস্য রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কনস্টেবল হাসান আলী আশরতপুর কোর্টপাড়ায় বাড়িভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করেন। দীর্ঘদিন থেকে হাসান আলীর ব্যক্তিগত একটি ব্যাটারিচালিত রিক্সা ভাড়ায় চালাতেন নাজমুল।
×