ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে জানি’ পকেট জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৪:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০

‘বঙ্গবন্ধুকে জানি’ পকেট জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, পাবনা॥ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাথিয়া ফাউন্ডেশন ‘বঙ্গবন্ধুকে জানি’ নামের একটি পকেট বই প্রকাশ করেছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দোলোয়ারসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.মোজাম্মেল হক, সাঁথিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মনসুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, অবসরপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক সুশীল কুমার দাস বইটির মোড়ক উন্মোচন করেন। বইটিতে এক নজরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। ৫৪ পৃষ্ঠার জীবনী গ্রন্থটিতে ১৯২০ সালে বঙ্গবন্ধুর জন্ম থেকে ১৯৭৫ এর বিয়োগান্ত মৃত্যু পর্যন্ত সকল বিষয় সন্বিবেশিত হয়েছে।
×