ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাউন্ট মঙ্গানুই টেস্ট

সাউদির ৩শ’, কাঁপছে পাকিস্তান

প্রকাশিত: ২৩:৩১, ৩০ ডিসেম্বর ২০২০

সাউদির ৩শ’, কাঁপছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ মাউন্ট মঙ্গানুই টেস্টে হারের শঙ্কায় কাঁপছে পাকিস্তান। ৩৭৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের রান ৭১। আজ শেষদিনে চাই আরও ৩০২ রান। ফাওয়াদ আলম ২১ ও আজহার আলি ৩৪ রান নিয়ে ক্রিজে আছেন। প্রথম ইনিংসে পাকিদের সংগ্রহ ছিল ২৩৯। নিউজিল্যান্ড ৪৩১ ও ১৮০/৫ ডিক্লে। ২ উইকেট নিয়ে এদিন টিম সাউদি পূর্ণ করেন ৩০০ টেস্ট উইকেট। তার আগে নিউজিল্যান্ডের হয়ে এই অর্জন আছে কেবল স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টরির (৩৬১)। ২৯৬ উইকেট নিয়ে খেলতে নামা সাউদি প্রথম ইনিংসেও নেন ২ উইকেট। ৭৬ টেস্টের ১৪২ ইনিংসে ৩ শ’ শিকারের মাইলস্টোনে পা রাখলেন ৩২ বছর বয়সী ডানহাতি এ পেসার। ব্যতিক্রম কিছু না ঘটলে ‘বক্সিং ডে’ টেস্টে কার্যত জয়ের পথে কেন উইলিয়ামসনের দল। কারণ শেষদিনে ম্যাচের চতুর্থ ইনিংসে এ রান করা কেবল পাকিস্তান নয়, যে কোন দলের জন্যই কঠিন। ড্র করে টেস্ট বাঁচাতে চাইলেও মোহাম্মদ রিজওয়ানদের অবিশ্বাস্য ব্যাটিং করতে হবে। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, নেইল ওয়াগানারদের নিয়ে গড়া দুর্ধর্ষ কিউই পেস আক্রমণ সামলে সেটাও সহজ নয়। নিয়মিত অধিনায়ক বাবর আজমকে ছাড়া প্রথম ইনিংসে যেখানে তারা আড়াই শ’ ছুঁতে পারেনি।
×