ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যারিবীয়দের ৫ বার করোনা টেস্ট হবে ঢাকায়

প্রকাশিত: ২৩:৩০, ৩০ ডিসেম্বর ২০২০

ক্যারিবীয়দের ৫ বার করোনা টেস্ট হবে ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারির ১০ তারিখে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ১ মাসেরও বেশি সময় ধরে এই সফরে তারা বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে খেলবে ৩ ওয়ানডে ও ২ টেস্ট। করোনা পরিস্থিতিতে সফরকারীদের জন্য পালনীয় কোভিড-১৯ প্রটোকল তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার মাধ্যমেই এই প্রটোকল তৈরি করেছে বিসিবি মেডিক্যাল ইউনিট। পুরো সফরে ৫ বার সফরকারী দলটির সঙ্গে থাকা ক্রিকেটারসহ সকল কর্মকর্তাকে করোনা টেস্ট হবে ৫ বার। এছাড়া কোভিড-১৯ সুরক্ষায় যে প্রটোকলে থাকবে ক্যারিবীয়রা তা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী। কোভিড-১৯ পরিস্থিতির কারণেই এবার উইন্ডিজের ওয়ানডে ও টেস্ট দল একইসঙ্গে বাংলাদেশ সফরে আসবে। ফলে ২৫ ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কর্মকর্তা মিলিয়ে প্রায় ৩৫ জনের বহর থাকবে। ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজটি শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘ ৩৭ দিন বাংলাদেশে অবস্থানকালে তাদের করোনা প্রটোকল কেমন হবে তা তৈরি করেছে বিসিবি। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ জানিয়েছেন বিস্তারিত। আগেই জানা গেছে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারীদের। চট্টগ্রামে যখন খেলা হবে তখন বায়ো সিকিউর বাবলের মধ্যেই থাকবেন ক্রিকেটাররা। সেই বলয় যাতে না ভেঙ্গে যায় সে জন্য চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রাম আসা-যাওয়া করবেন ক্রিকেটাররা। শুধু বিমান পরিচালনায় সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা করে এই বলয়ে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ক্যারিবীয়রা দেশে পৌঁছানোর পরই প্রথম ও তৃতীয়দিন করোনা টেস্টের পর বলয়ের মধ্যে থেকেই বাইরের কারও সহায়তা ছাড়াই মাঠে গিয়ে অনুশীলন করতে পারবেন সীমিত আকারে। সেটিকে অভ্যন্তরীণ অনুশীলন বলছেন দেবাশীষ। ষষ্ঠ কিংবা সপ্তমদিনে আরেকবার টেস্ট করানোর পর তারা কোয়ারেন্টাইন পরিস্থিতি থেকে মুক্ত হবেন, তবে থাকবেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। এবার এ বিষয়ে ডাঃ দেবাশীষ আরও বিস্তারিত বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মোট ৫ বার করোনা টেস্ট হবে। প্রথমদিন, তৃতীয়দিন, ষষ্ঠ অথবা সপ্তমদিন, সিরিজের মাঝখানে ও দেশে ফেরার ২ দিন আগে। বাইরের কোন সাপোর্টিং স্টাফ ছাড়া নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে চতুর্থ থেকে সপ্তমদিন পর্যন্ত। সপ্তমদিনের পরীক্ষা যখন হয়ে যাবে ওদের আমরা ছেড়ে দিব। ওরা তখন নেট বোলার ব্যবহার করতে পারবে, এর আগে না। কেননা আমরা সন্দেহভাজন কাউকে ওদের সংস্পর্শে আসতেও দিতে পারি না। নেট বোলারওদেরও একইভাবে করোনা পরীক্ষা হবে।’
×