ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে মহিলা ক্রিকেট দলের

প্রকাশিত: ২৩:২৭, ৩০ ডিসেম্বর ২০২০

বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে মহিলা ক্রিকেট দলের

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর মার্চে অস্ট্রেলিয়া থেকে টি২০ বিশ্বকাপ খেলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এরপর আর কোন ধরনের ম্যাচ খেলার সুযোগ হয়নি ক্রিকেটারদের। নবেম্বরে ভারতের টি২০ চ্যালেঞ্জ কাপে খেলেছেন শুধু জাহানারা আলম ও সালমা খাতুন। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে টানা ৬ মাস মাঠেই নামেননি মহিলা ক্রিকেটাররা। সেপ্টেম্বর থেকে কয়েকজন সীমিত আকারে অনুশীলন করেছেন মাঠে। এখন এগিয়ে আসছে আরেক বিশ্বকাপ। ২০২১ সালের মহিলা বিশ্বকাপ ক্রিকেট পিছিয়ে গেছে ১ বছর। সেই আসরে খেলতে বাছাইপর্বের গণ্ডি টপকাপে হবে সালমাদের। তাছাড়া প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ব্যস্ত সময় এগিয়ে আসছে সালমাদের। তাই ৩ জানুয়ারি থেকে ২৯ মহিলা ক্রিকেটার নিয়ে সিলেটে ফিটনেস ও স্কিল ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঢাকা ও সিলেটে হবে ক্রিকেটারদের করোনা পরীক্ষা। কারণ ক্যাম্পটি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে। ক্যাম্পের মাঝামাঝি সময়ই নতুন প্রধান কোচ মার্ক রবিনসন যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। ২০২১ সালের ২৬ জুন থেকে ১০ জুলাই শ্রীলঙ্কায় বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। তার আগেই ক্রিকেটারদের একত্রিত করছে বিসিবি। সামনে প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়াও আন্তর্জাতিক কিছু ম্যাচ খেলার চিন্তা-ভাবনায় আছে বিসিবির মহিলা ক্রিকেট উইং। তাই দীর্ঘ ১১ মাস পর আবার মহিলা ক্রিকেটাররা একসঙ্গে হতে চলেছেন। ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মাঠের অনুশীলন, চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পটিতে সবাই থাকবেন জৈব সুরক্ষা বলয়ে। তাই ২ জানুয়ারি ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে ২৯ ক্রিকেটাসহ সংশ্লিষ্ট সকলের করোনা পরীক্ষা। নেগেটিভ সনদপ্রাপ্তরা সিলেটে গিয়ে টিম হোটেলে উঠবেন ৩ জানুয়ারি। মাঝে ২৫ জানুয়ারি আরও একবার কোভিড-১৯ টেস্ট হবে সালমা-জাহানারাদের। এই মুহূর্তে প্রধান কোচ নেই মহিলা দলের। সহকারী কোচ ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন। আঞ্জু জৈনের পর ইংলিশ মার্ক রবিনসনকে প্রধান কোচ নিয়োগ দেয়া নিশ্চিত করেছে বিসিবি। জানানো হয়েছে মহিলা দলের ক্যাম্প চলাকালীন তিনি যোগ দেবেন। মহিলা ক্রিকেটারদের ক্যাম্পে যারা ॥ সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া খাতুন, পুজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।
×