ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রামপুরা থেকে ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম জব্দ, আটক ৩

প্রকাশিত: ২৩:১১, ৩০ ডিসেম্বর ২০২০

রামপুরা থেকে ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম জব্দ, আটক ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরা থেকে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম জব্দ করেছে র‌্যাব। এ সময় তিনজনকে গ্রেফতর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে এবিএম সিদ্দিকী ওরফে বাপ্পী (৫৯), মোঃ আক্তারুজ্জামান (৩৩) ও মোঃ মিজানুর রহমান (৫০)। র‌্যাব জানায়, সোমবার গভীররাতে র‌্যাব-১০ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পূর্ব রামপুরার জাকের গলি এলাকার ২৪৩/এ নম্বর শুকরিয়া ভবনে অভিযান চালায়। এ সময় প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বাক্স যার গায়ের ওপর ইংরেজীতে (টজঅঘওটগ অঞঙগওঈ ঊঘঊজএণ গঊঞঅখওঈ ঊখঊগঊঘঞ অঞঙগওঈ ডঊওএঐঞ ২২২.০৭ (অ) ২খ.ই খঅইচজঙঝ) লেখা আছে, একটি রিমোট কন্ট্রোল, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেটকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাঁচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কেচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ সদৃশ বস্তু, একটি মেটাল ছাকনি, একটি ক্যাটালগ, এক জোড়া হ্যান্ড গ্ল্যাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন)।
×