ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতেও শনাক্ত হলো করোনার নতুন ধরন

প্রকাশিত: ২২:৪০, ৩০ ডিসেম্বর ২০২০

ভারতেও শনাক্ত হলো করোনার নতুন ধরন

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার করোনার নতুন ধরনের বৈশিষ্ট্য শনাক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। একইসঙ্গে সামনে আরও বড় মহামারী আসতে পারে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ১৭ লাখ ৮৮ হাজার ১৫ জন। আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২০ লাখ ৯৭০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ৯৮৮ জন। খবর সিএনএন, বিবিসি, আলজাজিরা, রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার। ইউরোপের দেশ যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ভারতেও শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসটি শনাক্ত হওয়া ছয়জনের প্রত্যেকেই যুক্তরাজ্য ফেরত। তাদের মধ্যে তিনজন বেঙ্গালুরু, দুইজন হায়দ্রাবাদ ও একজন পুনের বাসিন্দা। শনাক্তকৃত ব্যক্তিদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সহযাত্রী ও পরিবারের সদস্যরা ছাড়াও তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরও কোভিড-১৯ পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরই এ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান পরিষেবা স্থগিতের ঘোষণা দেয়। পরিষেবা বন্ধের আগেই ২৫ নবেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত যারা যুক্তরাজ্য থেকে ভারতে ফেরেন তাদের মধ্যে থেকে ১১৪ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ছয়জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজ পাওয়া গেছে।
×