ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ২১:১৯, ৩০ ডিসেম্বর ২০২০

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক সরকারকে ধর্ষণ মামলায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম ঘোষণা করেছে সম্মিলিত নাগরিক কমিটি। মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে বীরগঞ্জ বিজয় চত্বরের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা আধাঘণ্টা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। এই মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৯ ডিসেম্বর ॥ চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় সংলগ্ন গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে জব্দ ৭৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ট্রাকে থাকা মোঃ আরিফ ও আব্দুল বারেক নামে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। কোস্টগার্ড জানান, সকালে শহরের গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মুন্সীগঞ্জ থেকে হরিনা ফেরিঘাটগামী একটি ট্রাক থেকে ৭৫ লাখ মিটার অবৈধ নতুন কারেন্টজালসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- মাদারীপুর জেলার পাঠককান্দি গ্রামের আবদুল মান্নান বেপারীর ছেলে মোঃ আবদুল বারেক ও মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার আবদুল্লাহপুর গ্রামের আকবর সিকদারের ছেলে আরিফ।
×