ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে হত্যা মামলা থেকে ব্যবসায়ীর নাম প্রত্যাহার ও তদন্ত দাবি

প্রকাশিত: ২১:১৯, ৩০ ডিসেম্বর ২০২০

যশোরে হত্যা মামলা থেকে ব্যবসায়ীর নাম প্রত্যাহার ও তদন্ত দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আমিনুর রহমান বিশে হত্যা মামলায় ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ ও মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সদর উপজেলার ভেকুটিয়া এলকাবাসী এ সম্মেলন করে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সম্মেলনে আমিনুর রহমান বিশে হত্যা মামলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তির পাশাপাশি মামলা থেকে মোহাম্মদ রুবেলের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইব্রাহিম আলী। লিখিত বক্তব্যে বলা হয়, রুবেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামে বসবাস করেন। মাঝে মধ্যে তিনি গ্রামের বাড়িতে আসেন। সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক এবং মানবতার কাজে অংশ নেন তিনি। গত ২১ ডিসেম্বর বিশে নামের ব্যক্তি পৌরসভার আরবপুর মোড়ে ছুরিকাঘাতে নিহত হন। এ হত্যা মামলায় রুবেলকে ছয় নম্বর আসামি করা হয়েছে। মামলার বাদীকে কোন কুচক্রী মহল রাজনৈতিক বেড়াজালে ষড়যন্ত্র করে উৎসাহ বা কুপ্ররোচনা দিয়েছে কিনা তা সুষ্ঠু তদন্তের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সম্মেলনে রুবেল হোসেনের শাশুড়ি রোকেয়া বেগম, আরবপুর ইউনিয়নের মহিলা মেম্বার রুবিনা পারভীন চায়না, সাবেক ইউপি সদস্য তোফাজ্জেল হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, কোরবান আলী, আব্দুল গফুর, আব্দুস সালাম, শিক্ষক জাহাঙ্গীর আলম, আলমাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
×