ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে দুই কৃষক বিএসএফের নির্যাতনের শিকার

প্রকাশিত: ২১:১৮, ৩০ ডিসেম্বর ২০২০

লালমনিরহাটে দুই কৃষক বিএসএফের নির্যাতনের শিকার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ ডিসেম্বর ॥ জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে পৃথক জায়গা হতে মঙ্গলবার সকালে বিএসএফ দুই বাংলাদেশী কৃষক সামছুদ্দিন (৫৫) ও রত্নেশ্বর বর্মণকে (৩৬) ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে। স্বজন ও সতীর্থ শ্রমজীবী কৃষকরা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুরে গোপনে চিকিৎসা করাচ্ছে। জানা গেছে, বুড়িহাট সীমান্তের ৯১৭ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাজে কৃষক সামছুল উদ্দিন জমিতে কাজ করতে যায়। এ সময় ভারতের পশ্চিম চামটা বিএসএফের ক্যাম্পের সদস্যারা তাকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে। এ সময় সে জ্ঞান হারিয়ে ফেলে। মৃত ভেবে বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের নোম্যান্সে ফেলে রেখে যায়। গ্রামবাসী ও সতীর্থরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালীগঞ্জ হাসাপাতালে পরে রংপুরে নিয়ে গিয়ে গোপনে চিকিৎসা করাচ্ছে। নির্যাতিত সামছুল উদ্দিন জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের হোসেন প্রামাণিকের ছেলে। পৃথক ঘটনায় একই সীমান্তের ৯১৪ মেইন পিলারের কাছে বুড়িরহাট সীমান্তে কৃষক রত্নেশ্বর বর্মণ মঙ্গলবার সকালে কৃষি শ্রমিকের কাজ করতে যায়। এই সময় ভারতের কায়তারটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। সেখানে তাকে নির্মম নির্যাতন করে। এ সময় সে কৌশলে পালিয়ে আসতে দৌড় দিলে তাকে বিএসএফ রাবারবুলেট মারে। বুলেটে সে বাংলাদেশের অভ্যন্তরে এসে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে অন্য সতীর্থ কৃষি শ্রমিকগণ উদ্ধার করে কালীগঞ্জে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুরে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। রংপুরে স্বজনরা আইনী জটিলতা এড়াতে গোপনে চিকিৎসা করাচ্ছে। আহত রত্নেশ্বর জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের টলন্ডু বর্মণের ছেলে।
×