ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের মাঝে শাল বিতরণ

প্রকাশিত: ২১:১৫, ৩০ ডিসেম্বর ২০২০

মুক্তিযোদ্ধাদের মাঝে শাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ, ২৯ ডিসেম্বর ॥ ভালুকা উপজেলা হলরুমে মঙ্গলবার দুপুরে উপজেলার ৫শত ৫৮ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এর সভাপতিত্বে শাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বরের জরিমানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুরে বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়ের বাবাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হলেও বরকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। সোমবার রাত সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বর একই উপজেলার শান্তিনগর এলাকার দবির উদ্দিনের ছেলে আলফাজ হোসেন মুরাদ। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীপড়ুয়া ছাত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, স্থানীয় মল্লিক গ্রামে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে এমন খবরে সেখানে লোক পাঠিয়ে বিয়ে বন্ধ করতে বললেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
×