ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডায়রিয়ার প্রকোপ, আমতলী হাসপাতালে ওষুধ সঙ্কট

প্রকাশিত: ২১:১৫, ৩০ ডিসেম্বর ২০২০

ডায়রিয়ার প্রকোপ, আমতলী হাসপাতালে ওষুধ সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৯ ডিসেম্বর ॥ তীব্র শীতের কারণে বরগুনার আমতলীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সঙ্কট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনরা। ওষুধ সঙ্কট থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে অধিকাংশ ওষুধ কিনতে হচ্ছে এমন অভিযোগ রোগীর স্বজনদের। জানা গেছে, শীত বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পানিবাহিত রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। গ্রামগঞ্জে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে ৩০ জন রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদেরমধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। আমতলী ও তালতলী উপজেলার ৪৫টি কমিউনিটি ক্লিনিক ও তিনটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন অন্তত দুই শতাধিক মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে গুরুতর আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হসপাতালে ওষুধ না থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনরা। দ্রুত তারা হাসপাতালে ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন।
×