ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে আড়াই মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

প্রকাশিত: ২১:১৪, ৩০ ডিসেম্বর ২০২০

শরীয়তপুরে আড়াই মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৯ ডিসেম্বর ॥ নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রামের ইতালি প্রবাসী আব্দুস সাত্তার ছৈয়ালের কন্যা তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী পপি আক্তার অপহরণ হওয়ার আড়াই মাস পার হলেও নড়িয়া থানা পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি। এতে পরিবারের লোকজনের মধ্যে চরম হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। ওই ছাত্রীর মা জোৎসনা বেগম মেয়েকে হন্যে হয়ে খুঁজেও কোন হদিস পাচ্ছে না। সারাদিন মেয়ের জন্য আহাজারি করছেন তিনি। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অপহৃতা স্কুল ছাত্রীর মা মামলার বাদিনী জোৎসনা বেগম জানান, তার মেয়ে পপি আক্তার তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর নিয়মিত ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে রিয়াদ সরদার তার মেয়েকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করে আসছে। কিন্তু তারা এতে রাজি হয়নি। ১৭ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী তার মেয়ে পপি আক্তার বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দিয়ে তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ে খাতা জমা দিতে যায়। বাড়ি ফেরার পথে সকাল অনুমান সোয়া ১০টায় জাহাঙ্গীর সরদারের বাড়ির নিকট পৌঁছলে জাহাঙ্গীর সরদার ও তার স্ত্রী ফাহিমা পূর্বপরিকল্পিতভাবে ছাত্রীকে গতিরোধ করে কথা শুনতে বলে। এ সময় জাহাঙ্গীর সরদারের ছেলে রিয়াদ সরদার ওই ছাত্রীকে জোরপূর্বক অটোবাইকে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। খবর পেয়ে ছাত্রীর মা অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে নড়িয়া থানা পুলিশকে অবহিত করে। থানা পুলিশ তার কথায় কোন কর্ণপাত করেনি। তারা এ বিষয়ে কোন মামলা বা জিডি গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে অপহৃতা ছাত্রীর মা জোৎসনা বেগম। অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এসএম মিজানুর রহমানের সহায়তায় নড়িয়া থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে ১ মাস পরে ১৭ নবেম্বর রিয়াদ সরদার ও তার বাবা জাহাঙ্গীর সরদার ও মা মাহিমা বেগমসহ ৪ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করে। অপহরণের আড়াইমাস পরেও পুলিশ পপি আক্তারকে উদ্ধার করতে পারেনি। জানা গেছে, এর আগেও মার্চ মাসের ১৫ তারিখে সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে পপি আক্তারকে(১৫) একই ব্যক্তিরা অপহরণ করে। ওই সময় এ ঘটনায় ছাত্রীর মা জোৎসনা বেগম বাদী হয়ে নড়িয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় ৪ মাস পরে পুলিশ মেয়েকে উদ্ধার করে আদালতের মাধ্যমে মায়ের জিম্মায় দেয়া হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। বরগুনায় তিন তক্ষকসহ আটক ১ সংবাদদাতা, পাথরঘাটা, ২৯ ডিসেম্বর ॥ বরগুনার পাথরঘাটায় তিনটি বিরল প্রজাতির তক্ষকসহ মোঃ চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড। পরে তক্ষকসহ মোঃ চুন্নু মিয়াকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তক্ষক তিনটির মূল্য তিন কোটি টাকা হবে বলে তারা জানিয়েছেন। চুন্নু মিয়া চরদুয়ানী ইউনিয়নের আঃ লতিফ আকনের ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় চুন্নু মিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
×