ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধ ॥ রূপগঞ্জে শিশুকে আছড়িয়ে হত্যা চেষ্টা

প্রকাশিত: ২১:১৩, ৩০ ডিসেম্বর ২০২০

জমি নিয়ে বিরোধ ॥ রূপগঞ্জে শিশুকে আছড়িয়ে হত্যা চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৯ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা হামলা করে ৪ জনকে আহত করে ২ বছরের কন্যা শিশুকে আছড়িয়ে হত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার টানমুশুরি এলাকায়। হামলার শিকার টানমুশুরি এলাকার অটোরিক্সা চালক আব্দুল করিম জানান, এতদিন তাদের পৈত্রিক বসতভিটায় শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি বাড়ির সীমানা ও দখল নিয়ে প্রতিপক্ষ একই এলাকার নুর ইসলামের ছেলে রুহুল আমিন, মৃত জাফর উদ্দিনের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহিমের ছেলে সজীব ও রাজিব গঙের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে প্রথম দফায় বিগত ১০ ডিসেম্বর জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে এতে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন হামলা করে বাড়িঘর ভাংচুর করে ৬৫ হাজার টাকার মালামাল নষ্ট করে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করায় ওই প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে ২য় দফায় ২৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ একাধিক মামলার অভিযুক্ত টানমুশুরি এলাকার নুর ইসলামের ছেলে রুহুল আমিনের নেতৃত্বে বাড়ি ঘরে পুনরায় হামলা চালায়। এতে বাধা দিতে এলে আব্দুল করিমের বড় ভাই আব্দুল বারেক, চাচাত ভাই তাজুল ইসলাম, ভাগ্নি রুনা আক্তারকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় রুনার কোলে থাকা তার ২ বছরের শিশু ফাতেমাকে প্রতিপক্ষের রুহুল আমিন একাধিকবার মাটিতে আছড়ে ফেলে দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে পুনরায় থানায় ও নারায়ণগঞ্জ সার্কেল এসএসপি বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
×