ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন যুবক

প্রকাশিত: ০০:১২, ২৯ ডিসেম্বর ২০২০

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন যুবক

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রীর কাছে ক্ষুদেবার্তা পাঠিয়ে কম্পিউটার পেয়েছেন কুমিল্লার যুবক শাহাদাত হোসেন শাকিল। কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার তার কার্যালয়ে ডেকে নিয়ে শাকিলকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা দামের একটি কম্পিউটার দেয়া হয়েছে। খবর বিডিনিউজের। শাকিল কুমিল্লা নগরীর মুগলটুলির আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লা সদর উপজেলার পাথুরীপাড়া। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, এই তরুণ প্রধানমন্ত্রীকে একটি ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তার পরিবারের জীবন নির্বাহের জন্য সহযোগিতা চেয়েছেন। শাহাদাত হোসেন শাকিল বলেন, ‘কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নম্বরটি তার চোখে পড়ে। নম্বরটি সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন চেষ্টা করেও একটি কম্পিউটার কেনার টাকা জোগাড় করতে না পেরে সহযোগিতা চেয়ে ওই নম্বরে তিনি ক্ষুদেবার্তা পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করা হয়। এর একদিন পরই খোঁজ খবর নেয়া হয় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে।’ সোমবার তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার দেয়া হয় বলে জানান শাকিল।
×