ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা পরীক্ষা

বিদেশগামী শ্রমিকদের ফি এখন ৩শ’ টাকা

প্রকাশিত: ০০:০৮, ২৯ ডিসেম্বর ২০২০

বিদেশগামী শ্রমিকদের ফি এখন ৩শ’ টাকা

জনকণ্ঠ ডেস্ক ॥ সরকারী ল্যাবগুলোতে বিদেশ গমনেচ্ছু স্মার্ট কার্ডধারী শ্রমিকদের কোভিড-১৯ মুক্ত সনদ দিতে নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করেছে সরকার। এর আগে বিদেশে যাওয়ার আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারী ফি ১ হাজার ৫০০ টাকা দিতে হতো। এই ফি সবার জন্য প্রযোজ্য ছিল। খবর বিডিনিউজের। তবে শুধু স্মার্ট কার্ডধারী শ্রমিকদের জন্য এ ফি কমিয়ে গত ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি এক হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা পুর্নর্নিধারণ করা হলো। শুধু প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য সব সরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এই ইউজার ফি নেয়া হবে।
×