ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে হাসপাতালে হামলা ॥ ৪ দফা দাবিতে ডাক্তারদের কর্মবিরতি ঘোষণা

প্রকাশিত: ২৩:০৭, ২৯ ডিসেম্বর ২০২০

জামালপুরে হাসপাতালে হামলা ॥ ৪ দফা দাবিতে ডাক্তারদের কর্মবিরতি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৮ ডিসেম্বর ॥ জামালপুর সদর থানার ওসি প্রত্যাহারসহ চার দফা দাবিতে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি লাগাতার চলবে বলে ঘোষণা দিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা। সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে একজন নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জামালপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে হামলা, ভাংচুর, দু’জন চিকিৎসক ও চারজন ইন্টার্ন চিকিৎসককে নির্যাতনের প্রতিবাদে শনিবার থেকে জেনারেল হাসপাতালসহ জেলার সকল উপজেলা হাসপাতালে কর্মবিরতিতে গেছেন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সোমবার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোশায়ের উল ইসলাম রতন।
×