ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনলাইনে বিদেশী পণ্যের ব্যবসা করা আরাজে অভিযান

প্রকাশিত: ২৩:০৭, ২৯ ডিসেম্বর ২০২০

অনলাইনে বিদেশী পণ্যের ব্যবসা করা আরাজে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের আবাসিক ফ্ল্যাটে অবস্থিত বিদেশী পণ্যের অনলাইন ব্যবসা ‘আরাজ’-এ অভিযান চালিয়েছেন ভ্যাট গোয়েন্দারা। এতে ভ্যাট আইন পরিপালন না করে ব্যবসা পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে। ড. মইনুল খান জানান, ভ্যাট নিবন্ধন ছাড়াই রাজধানীর গুলশানে অবস্থিত আরাজ অনলাইনে বিদেশী পণ্যের ব্যবসা করছিল। গুলশান ভ্যাট সার্কেলে এই অনলাইন ব্যবসার ভ্যাট জমার কোন তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় নাম প্রকাশে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল গতকাল অভিযানটি করে। এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার। প্রতিষ্ঠানটি হলো মেসার্স আরাজ ট্রেডিং, ঠিকানাঃ হাউস-১২, রোড-৩০, গুলশান-১, ঢাকা- যার মালিকের নাম সাজ্জাদ আলী শরীফ। ড. মইনুল খান বলেন, এ জাতীয় আরও অনেক প্রতিষ্ঠান অনলাইনে ব্যবসা করছে যারা ভ্যাটের আওতায় নেই। এ পর্যন্ত এ রকম ১৬টি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। ভ্যাট আইন অনুসারে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দা কঠোর পদক্ষেপ নিবে। এসব প্রতিষ্ঠান সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×