ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় ফের বের হয়ে গেছে সাবমেরিন ক্যাবলের পাইপ

প্রকাশিত: ২৩:০৬, ২৯ ডিসেম্বর ২০২০

কুয়াকাটায় ফের বের হয়ে গেছে সাবমেরিন ক্যাবলের পাইপ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ২৮ ডিসেম্বর ॥ ঢেউয়ের তোড়ে আবার কুয়াকাটা সৈকতে বালুর নিচ থেকে বের হয়ে গেছে সাব মেরিন ল্যান্ডিং স্টেশনের অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন (আর্টিকুলেটেড পাইপ)। কলাপাড়া সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে সতর্কীকরণ লাল পতাকা পুঁতে দিয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সাগর থেকে উঠে আসা ক্যাবল লাইনের পাইপটির প্রায় ১০ ফুট দীর্ঘ ৬-৭টি স্পটে ২১ ইঞ্চি করে আর্টিকুলেটেড পাইপ বেলাভূমের উপরে উঠে গেছে। সাগরের ঢেউয়ের তোড়ে বালুর স্তর ধুয়ে নিচ থেকে ফাইবার ক্যাবল লাইন বের হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে বের হওয়া অংশের নিচে সিমেন্ট বালুর মিশ্রণ ভর্তি এক স্তর জিও ব্যাগ দিয়ে তার উপরে আরও পাঁচ স্তর একই কায়দায় জিও ব্যাগ দিয়ে বের হওয়া আর্টিকুলেটেড পাইপ সিলড করে দেয়া হবে বলে তরিকুল ইসলাম জনকন্ঠকে জানিয়েছেন। ইতোপূর্বে আগস্ট মাসে কুয়াকাটা বীচে যাওয়া সড়কটির শেষ প্রান্ত থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইনের অংশ বের হয়ে যায়। তা ওই সময় মেরামত করে দেয়া হয়। এবারে আরও নিচের দিকে ক্যাবল বেরিয়ে যায়। জোয়ারের সময় বের হওয়া ক্যাবলটির অংশ বিশেষ পানিতে তলিয়ে থাকায় দেখা যায় না। কিন্তু ভাটার সময় কেবলটি ঝুঁকির মধ্যে থাকছে। ওই স্পটে পর্যটক-দর্শনার্থী চলাচল করায় সতর্ক করতে লাল পতাকা দেয়া হয়েছে। সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষ পুনরায় মেরামত না করা পর্যন্ত সতর্ক নজরদারি করছেন।
×