ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এপ্রিলে লঙ্কা সফরের ভাবনায় বিসিবি

প্রকাশিত: ২১:০৮, ২৯ ডিসেম্বর ২০২০

এপ্রিলে লঙ্কা সফরের ভাবনায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার এ বছর মার্চের পর আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে যায়। তবে অক্টোবরে শ্রীলঙ্কায় গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলার প্রবল সম্ভাবনা ছিল। সেটাও ভেস্তে যায় লঙ্কান স্বাস্থ্যনীতিতে দলের শ্রীলঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইন ইস্যুতে। তবে স্থগিত সেই সফরটি এখন নতুন বছরের এপ্রিলে করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বাংলাদেশ দলের আগামী বছর শুধু এপ্রিলেই স্থগিত সিরিজটি খেলার সুযোগ রয়েছে। সে লক্ষ্যেই আলোচনার পথে এগোচ্ছে বিসিবি। তবে এপ্রিলে সফরটি হলেও শুধু টেস্ট সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। এমন প্রস্তাবনা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকেই এসেছে বলে জানিয়েছেন নিজামউদ্দিন। পরবর্তীতে স্থগিত টি২০ সিরিজ আয়োজনে আবারও দুই বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি পেয়ে গেলেও আগামী বছরের প্রথম থেকেই ব্যস্ত হতে যাচ্ছে বাংলাদেশ দল। টানা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা রয়েছে। জানুয়ারির শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে। আর মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এপ্রিলে দেশেই থাকবে তারা। ওই সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে স্থগিত হওয়া সিরিজটি খেলতে চায় বিসিবি। সিরিজটি গত জুলাইয়ে হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে পিছিয়ে যায় অক্টোবরে। তবে কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ড মতৈক্যে পৌঁছুতে পারেনি। ফলে স্থগিত হয়ে যায় সিরিজটি। তবে দুই বোর্ডই তখন জানিয়েছিল, সুবিধাজনক সময় আয়োজন করা হবে এই সিরিজ। বিসিবি এখন নতুন বছরের এপ্রিলেই এই সফরে যেতে চায়।
×