ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে চাঁদে জমি!

প্রকাশিত: ২২:৩০, ২৮ ডিসেম্বর ২০২০

স্ত্রীকে চাঁদে জমি!

অনেকেই প্রেমিকাকে বলে থাকেন, তোমার জন্য চাঁদ এনে দেব। কিন্তু সেটা নেহাত কথার কথা! তবে ব্যতিক্রমও আছে। যেমন রাজস্থানের ধর্মেন্দ্র অনিজা। চাঁদ না হোক, এক মহাজাগতিক উপহার দিলেন স্ত্রীকে। ২৪ ডিসেম্বর ছিল রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র অনিজা ও স্বপ্না অনিজার অষ্টম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে একে অপরকে বিভিন্ন মূল্যবান উপহার দিয়ে থাকেন। স্ত্রীর জন্য দামী রেস্তরাঁয় খাওয়া কিংবা দামী গহনা দেয়াটাই একধরনের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এবার ধর্মেন্দ্র অনিজা একেবারে অন্যপথে হাঁটলেন। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন। চাঁদের তিন একর জমি কিনেছেন তিনি। আর সেই জমি লিখে দিয়েছেন স্ত্রীর নামে। ধর্মেন্দ্র জানিয়েছেন, এবার বিবাহবার্ষিকীতে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। সবাই এই দিনটায় নিজের প্রিয় মানুষটাকে গাড়ি, বাড়ি, দামী গহনা উপহার দেয়। আমি সে সবের উর্ধে গিয়ে অন্যরকম কিছু করতে চাইছিলাম। তাই অষ্টম বিবাহবার্ষিকীতে চাঁদের জমি উপহার দেয়ার পরিকল্পনা করি। সেই অনুযায়ী এক বছর আগে থেকে পরিকল্পনা শুরু করেন তিনি। পুরো প্রক্রিয়াটি শেষ হতে এক বছর সময় লেগে যায়। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র। এতে খুবই খুশি তিনি। তিনি জানিয়েছেন, রাজস্থান থেকে তিনিই প্রথম চাঁদে জমি কিনেছেন। সেই এই উপহার পেয়ে স্ত্রী খুশিতে আপ্লুত। ধর্মেন্দ্রর স্ত্রী জানিয়েছেন, কোনদিনও তিনি ভাবতে পারেননি এমন একটা উপহার পাবেন। উপহারটি পাওয়ার পরই তার মনে হচ্ছিল যেন চাঁদে বসে আছেন। বিবাহবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি ওই সারপ্রাইজ পান। তিনি বিশ্বাসই করতে পারছেন না উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছিলেন। এছাড়াও বুদ্ধগয়ার এক ব্যক্তি চাঁদে এক একর জমি কিনেছিলেন। -হিন্দুস্তান টাইমস
×