ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজস্ব আদায় বেড়েছে

প্রকাশিত: ২০:৪২, ২৮ ডিসেম্বর ২০২০

রাজস্ব আদায় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নবেম্বর) রাজস্ব আদায় বেড়েছে দুই হাজার ৬৮৮ কোটি টাকা। রাজস্ব আহরণের এই প্রবৃদ্ধির হার তিন দশমিক ৩৯ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এটি কম। অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, গত পাঁচ মাসে দেশে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৮৭ হাজার ৯২ কোটি টাকা। যা ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে আদায় করা রাজস্বের তুলনায় দুই হাজার ৬৮৮ কোটি টাকা বেশি। গত অর্থবছর একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৮৪ হাজার ৪০৪ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম পাঁচ মাসে আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ৭১৩ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক ২৪ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাতে আদায় হয়েছে ৩৩ হাজার ৪৪৫ কোটি টাকা, প্রবৃদ্ধি হয়েছে দশমিক শূন্য তিন শতাংশ। এছাড়া আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আহরণ হয়েছে ২৫ হাজার ৯৩৩ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক ২২ শতাংশ।
×