ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুভজন পদক পাচ্ছেন সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী

প্রকাশিত: ২০:২১, ২৮ ডিসেম্বর ২০২০

শুভজন পদক পাচ্ছেন সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য শুভজন পদক পাচ্ছেন বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। শুভজনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি প্রদান করা হচ্ছে। এছাড়া দেশের আরও সাত বিশিষ্ট নাগরিককে দেয়া হচ্ছে শুভজন গুণীজন সম্মাননা। শুভজনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক তরুণ রাসেল জানান, দেশের শিল্প-সংস্কৃতি তথা সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে সৈয়দ আব্দুল হাদীকে এ পদক প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধিতেও ভূষিত করা হবে। অন্যদিকে এবারের ‘শুভজন গুণীজন সম্মাননা’ পাচ্ছেন- হাসান মতিউর রহমান (গীতিকবি), এনামুল কবীর (গীটারিস্ট), একেএম দেলোয়ার হোসেন এফসিএ (চার্টার্ড একাউন্টেন্ট), এমআর মনজু (শিশুসাহিত্যিক), এ্যাডভোকেট আবুল খায়ের (আইনসেবা) ও নাজমুন নাহার (জনসেবা)। আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে শুভজনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হবে। সেখানেই এ পদকগুলো তুলে দেয়া হবে। ‘মানবিক মানুষ চাই’ স্লোগান নিয়ে শুদ্ধ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে শুভজন। শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ৮ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ৯ম বছরে পদার্পণ করেছে। দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মাণের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিকগণকে প্রতি বছর দেয়া হয় ‘শুভজন পদক’। বিগত ৭ বছর যাবত এ পদকগুলো দেয়া হচ্ছে।
×