ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেড় কোটি বেকারের ভাতা বন্ধ

যুক্তরাষ্ট্রে দুর্ভিক্ষের আশঙ্কা!

প্রকাশিত: ২০:১৭, ২৮ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে দুর্ভিক্ষের আশঙ্কা!

করোনার প্রভাবে নীরব দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার প্রস্তাবিত করোনা রিলিফ প্যাকেজের অনুমোদন না দেয়ায় এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ পেনশনভোগী খাবার কেনার কেনার সমর্থ্য হারাতে চলেছেন। খবর বিবিসি ও সিএনএন অনলাইনের। শনিবার ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সই করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু ট্রাম্প তা করেননি। ফলে দেড় কোটি বেকারের ভাতা বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এখন বহু নিম্ন মধ্যবিত্ত পরিবারকে ভাড়া বাড়ি ছেড়ে পথে নামতে হবে। বন্ধ হবে সরকারী হাসপাতাল, অচল হবে চিকিৎসা ব্যবস্থা। যদিও প্যাকেজটি মার্কিং কংগ্রেসে পাস হয়েছে। তারপরও এতে সই করেননি ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্পকে একহাত নিলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কংগ্রেসে পাস হওয়া বিলটিতে স্বাক্ষর করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারী মোকাবেলায় একটি জরুরী ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। অবশেষে সোমবার বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। এখন এটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ট্রাম্প অবশ্য এখনও বিলটিতে স্বাক্ষর না করার ব্যাপারে অনড় রয়েছেন। এটি সংশোধন করে আমেরিকানদের জন্য ত্রাণের পরিমাণ বাড়াতে বলেছেন তিনি। শনিবার এক অনলাইন পোস্টে তিনি বলেন, এ বিল ‘বাজে খরচ’ করাবে। তার দাবি, এটি মহামারী মোকাবেলায় কোন ভূমিকা রাখতে পারবে না।
×