ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ ॥ দলীয় কার্যালয় ভাংচুর

প্রকাশিত: ২১:১৬, ২৭ ডিসেম্বর ২০২০

বরিশালে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ ॥ দলীয় কার্যালয় ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে যুবদলের কর্মিসভা আয়োজনের প্রস্তুতি সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি এবং অফিসের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা কমিটির কর্মিসভা আয়োজনের জন্য রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলামের ওপর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন গ্রুপ চড়াও হলে দুই গ্রুপের মধ্যে হাহাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ জানান, যুবদলের কেন্দ্রীয় নেতারা দলীয় অফিসে বসে জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছিল। এ সময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এ হামলা চালানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ ডিসেম্বর ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবসায়ী সমিতির সভাপতি চাটমোহর সময় অসময় পত্রিকার সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন স্বপনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চাটমোহর পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজ আলী বাদী হয়ে বেলাল হোসেন স্বপনকে আসামি করে শুক্রবার রাতে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ডিবি পুলিশের ওসি তোজাম্মেল হোসেন জানান, বেলাল হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য, বেলাল হোসেন স্বপন তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর রাজ আলীকে নিয়ে মেয়েঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেয়। এ ঘটনায় শুক্রবার রাতে রাজ আলী বেলাল হোসেন স্বপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
×