ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ বিভাগের পর থেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ॥ আমু

প্রকাশিত: ১৪:৪৭, ২৬ ডিসেম্বর ২০২০

দেশ বিভাগের পর থেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ॥ আমু

অনলাইন রিপোর্টার ॥ দেশ বিভাগের পর পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই তারা (তৎকালীন পশ্চিম পাকিস্তান, বর্তমানে পাকিস্তান) আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আজ শনিবার ‘বিজয়ের ৪৯ বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ সোস্যাল এক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ)। বাংলাদেশের সৃষ্টি এবং স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোকপাত করেন আমির হোসেন আমু। চৌদ্দ দলের এই মুখপাত্র বলেন, পাকিস্তানিরা একাত্তরের আগে থেকেই ষড়যন্ত্র করে আসছিল। দেশ উন্নয়নের পথে যখন এগিয়ে চলেছে তখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পাকিস্তানের সঙ্গে থাকলে আজ আমরা কোথায় থাকতাম? দেশের উন্নয়ন প্রমাণ করেছে সে সময় বঙ্গবন্ধুর নেতৃত্ব, আমাদের মুক্তিযুদ্ধ সঠিক ছিল। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মানিক লাল ঘোষ, মাসুম বিল্লাহ, বাংলাদেশ জনতা ফ্রন্টের সভাপতি আবু আহাদ আল মামুন, লোকশক্তি পার্টির চেয়ারম্যান শাহিকুল আলম টিটু, জাতীয় গণতন্ত্র লীগের সভাপতি এমএ জলিল, বিএসএএফ এর সমন্বয়ক শেখ জনি ইসলাম প্রমুখ।
×