ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পানামায় কিউবান চিকিৎসক দল

প্রকাশিত: ০০:০৭, ২৬ ডিসেম্বর ২০২০

পানামায় কিউবান চিকিৎসক দল

করোনা মোকাবেলায় সহায়তা করতে কমিউনিস্ট দেশ কিউবার ২২০ চিকিৎসক পানামায় পৌঁছেছেন। তারা করোনা পর্যুদস্ত মধ্য আমেরিকার দেশটিকে এই মহামারী মোকাবেলা করতে সহায়তা করবে। খবর আলজাজিরা অনলাইনের। ১৫ ডিসেম্বর পানামা কিউবার কাছে চিকিৎসক চেয়েছিল। এরপর পানামার সমালোচনায় মুখর হয় যুক্তরাষ্ট্র। করোনা সংক্রমণ বৃদ্ধির পর শুক্রবার থেকে পানামায় আলাদা বিধিনিশেষ জারি হয়েছে। দেশটিতে নারী-পুরুষ ভিন্ন ভিন্ন দিনে বাজারে যাচ্ছে। পানামা সরকার বড়দিন ও নববর্ষের ছুটি সামনে রেখে লকডাউন আরোপ করে। পানামায় এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে।
×