ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গেম আইডি হারিয়েই সম্ভাব্য ক্ষতি ৩৪ হাজার ৭শ’ কোটি ডলার

প্রকাশিত: ০০:৪৩, ২৫ ডিসেম্বর ২০২০

গেম আইডি হারিয়েই সম্ভাব্য ক্ষতি ৩৪ হাজার ৭শ’ কোটি ডলার

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারীর এ সময়ে ফুলে-ফেঁপে উঠেছে ভিডিও গেমিং বাজার। দুর্ভোগের মুখেও পড়েছেন বহু। এ বছর প্রতি দশ জন গেমারের একজন নিজেদের আইডি হারিয়েছেন। ক্যাসপারস্কির নতুন এক জরিপ বলছে, এ ক্ষতি অর্থমূল্যে হিসাব করলে তা দাঁড়াবে বৈশ্বিকভাবে ৩৪ হাজার ৭০০ কোটি ডলারের ঘরে। এ বছর নিনটেনডো, সনি এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো বিক্রিতে আগের অনেক রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ঘরবন্দী লাখো মানুষ এ বছরটিতে নিজেদের সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন ভিডিও গেমকে। খবর বিডিনিউজের। সাইবার-নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারেস্কি ১৭টি দেশে পাঁচ হাজার ৩১ জন গেমারের ওপর জরিপ চালিয়ে জানিয়েছে, ৩৩ শতাংশ গেমার ঠগবাজের খপ্পরে পড়ে ভুগেছেন। এতে করে জরিপ চালানো ৩১ শতাংশ গেমের গেমার চাপ এবং উদ্বেগের শিকার হয়েছেন। জরিপের ফলাফল বলছে, ‘ব্যাপারটি হতাশাজনক কারণ চাপ কমানোর জন্য এদের অধিকাংশ (৬২ শতাংশ) গেম খেলে থাকেন।’ জরিপের তথ্য অনুসারে, উত্তেজনা পেতে গেম খেলেন ৬২ শতাংশ, আর বন্ধুত্বের আশায় গেমের শরণাপন্ন হয়েছেন জরিপে অংশগ্রহণকারীর ৪৬ শতাংশ। গেমারদের এ ধরনের সমস্যায় পড়ার ব্যাপারটি সবচেয়ে বেশি চোখে পড়েছে রাশিয়া (৪৪ শতাংশ), সৌদি আরব (২৭ শতাংশ), তুরস্ক (২৮ শতাংশ) এবং যুক্তরাষ্ট্রে (২৭ শতাংশ)। জরিপ ফলাফল প্রতিবেদনে পিসি গেম সবসময় স্টিম এবং জিওজির মতো পরিচিত প্ল্যাটফর্ম থেকে কেনার পরামর্শ দেয়া হয়েছে, আর না-হয় সরাসরি ডেভেলপার সাইট থেকে কিনে নিতে বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে, নিজের সব সঞ্চয় রয়েছে এমন কার্ড অনলাইন শপিংয়ের কাজে ব্যয় না করে ডেবিট কার্ড নিয়ে নিতে। এতে করে কার্ডের তথ্য বেহাত হলেও সব হারাবে না।
×