ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

প্রকাশিত: ১৭:০২, ২৪ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এবং ভূঞাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে অভিলাষ শীল শর্মা (৩০) এবং ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে রনি (৮)। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের অন্নদা কান্ত শীল শর্মার ছেলে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) কাজী আয়ূবুর রহমান বলেন, অভিলাষ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বরে পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক পলাতক রয়েছেন বলে তিনি জানান। অপরদিকে দুপুর ১টার দিকে ভূঞাপুর পৌরসভার গনেশ মোড় এলাকায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রনি (৮) এক শিশু নিহত হয়েছে। এ ব্যাপারে ভূঞাপুর থানার (ওসি) রাশিদুল ইসলাম বলেন, রনি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
×