ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্তেতার দুঃখ বাড়াল সিটি

প্রকাশিত: ২৩:২২, ২৪ ডিসেম্বর ২০২০

আর্তেতার দুঃখ বাড়াল সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি বড় পরাজয়ের লজ্জা পেল আর্সেনাল। এবার ইংলিশ লীগ কাপেও বিধ্বস্ত হলো মাইকেল আর্তেতার দল। মঙ্গলবার এ্যামরিটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে গানারদের। এর ফলে টুর্নামেন্টের এ যাবতকালের ইতিহাসে অন্য যে কোন দলের চেয়ে সর্বোচ্চ ১৪ বার লীগ কাপের শেষ আট থেকেই বিদায় নেয়ার লজ্জাজনক ইতিহাস গড়েছে আর্সেনাল। পক্ষান্তরে ২০১৬ সালের পর সবসময়ই বর্তমানে কারাবাও নাম ধারণ করা এই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ টানা তিনবার লীগ কাপের শিরোপা জয়েরও রেকর্ড গড়েছে পেপ গার্ডিওলার দল। শুধু তাই নয়, দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে একমাত্র দল হিসেবে আর্সেনালের বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে টানা চারটি এ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ডও গড়েছে সিটিজেনরা। তাদের আগে এই রেকর্ডের মালিক ছিল চেলসি। ১৯৬০ এবং ১৯৬৫ (টানা ৬ এ্যাওয়ে ম্যাচ) সালে। বড় দিনের আগে ম্যানচেস্টার সিটির সেমিফাইনালের টিকেট নিশ্চিত করাটা যেমন উৎসবে বাড়তি রং যোগ করবে তেমনি আর্তেতার বড়দিনের উদযাপনকেই মাটি করে দিল সিটিজেনরা। কেননা, এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের শেষ ছয় ম্যাচের চারটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল তার শিষ্যরা। এ্যামিরেটস স্টেডিয়ামে এদিন ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিয়েছিল আর্সেনাল। কিন্তু প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারী দল। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে সিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুস। প্রায় দেড় মাসের মধ্যে এটাই জেসুসের প্রথম গোল। এর আগে নবেম্বর মাসের ৮ তারিখে সর্বশেষ কোন গোলের দেখা পেয়েছিলেন সিটিজেনদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিভারপুলের জালে সেবার বল জড়ানোর পর মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে গোল-খরা কাটালেন জেসুস। তবে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পেপ গার্ডিওলার শিষ্যরা। প্রথমার্ধের ৩১ মিনিটেই যে গোল পরিশোধ করে দেন গানারদের আলেক্সান্দ্রে লাকাজেত্তি। এর ফলে সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতি থেকে ফিরেই পিছিয়ে পড়ে স্বাগতিক শিবির। ৫৪ মিনিটে আর্সেনালের বিকল্প গোলরক্ষক অ্যালেক্স রানারসনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফ্রি কিক থেকে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। ইংলিশ ফুটবলে সরাসরি ফ্রি-কিকে আলজেরিয়ার অধিনায়কের এটা পঞ্চম গোল। আর ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথম গোল। সেবার প্রিমিয়ার লীগে এভারটনের বিপক্ষে সরাসরি ফ্রি-কিকে গোল করেছিলেন মাহরেজ। এরপর ৫৯ মিনিটে ফিল ফোডেন আবারও আর্সেনালের জালে বল জড়ান। লীগ কাপের শেষ ১২ ম্যাচে এটা তার ৯ম গোল। ৫টি ফোডেন নিজে করেছেন আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে আইমেরিক ল্যাপার্তে গোল করে সিটিকে আর্সেনালের নাগালের বাইরে পৌঁছে দিলে হতাশা নেমে আসে গানারদের কোচ মাইকেল আর্তেতার চেহারায়। লজ্জাজনক হেরে লীগ কাপ থেকে ছিটকে পড়ে আর্তেতা বলেন, ‘ম্যাচটি কোথায় চলে গিয়েছিল তা ভাবতেই কষ্ট লাগে। এই মাপের প্রতিপক্ষকে যখন আপনি গোল করার সুযোগ দিবেন তখন ম্যাচটি নাগালে আনাটা অবশ্যই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রতিটি ম্যাচেই কিছু আজব ঘটনা ঘটছে। যা সবকিছুকেই কঠিন করে তুলছে। রানারসন খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। তাকে সহযোগিতা করার চেয়ে আমরা বরং সবাই আরও বেশি ভুল করেছি।’ লীগ কাপ থেকে ছিটকে পড়া আর্সেনালের নাজেহাল অবস্থা প্রিমিয়ার লীগেও। শেষ সাত ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে এখন পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে রয়েছে গানাররা। ১৯৭৪-৭৫ মৌসুমের পর এমন সংকটে আর কখনোই পড়েনি ক্লাবটি। মঙ্গলবার অনুষ্ঠিত কারাবাও কাপের আরেক কোয়ার্টার ফাইনালে ব্রেন্টফোর্ড ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।
×