ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের সুপারিশ

প্রকাশিত: ২২:৪৬, ২৪ ডিসেম্বর ২০২০

ট্রেনে স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ ট্রেনে যাত্রী পরিবহনে করোনা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতেও বলেছে কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, নাদিরা ইয়াসমিন জলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, করোনা সংক্রমণের কারণে লকডাউনের শুরুতে রেল যোগাযোগ বন্ধ করা হয়। পরে মে মাসের শেষ দিকে প্রথমে মালবাহী ও পরে যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। তবে রেলে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। এক্ষেত্রে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী বহন করা হয়। পরে লকডাউন শিথিল করে অফিস আদালত খুলে দেয়া হলে ২৬ সেপ্টেম্বর থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো যাত্রী বহন শুরু হয়েছে। কমিটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে ট্রেন পরিচালনায় স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বৈঠকে রেলওয়ের প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিদেশী কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন ও যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইয়ে উৎসাহিতকরণের সুপারিশ করা হয়েছে। বৈঠকে রেলওয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে অগ্রগতি, সময় ও ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায়, সেদিকে লক্ষ্য রেখে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ প্রকিওরমেন্ট ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। জিআর কার্যক্রমে এমপিদের সম্পৃক্ততা চায় কমিটি ॥ সাধারণ সহায়তা (জিআর) কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা চায় সংসদীয় কমিটি। এ জন্য কমিটি নীতিমালা সংশোধনের সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
×