ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাঘরে পাঁচ বিশিষ্টজনের স্মরণসভা আজ

প্রকাশিত: ২২:৪৩, ২৪ ডিসেম্বর ২০২০

খেলাঘরে পাঁচ বিশিষ্টজনের স্মরণসভা আজ

স্টাফ রিপোর্টার ॥ সর্বোচ্চ পর্যায়ের বিদগ্ধ সংগঠক প্রয়াত পাঁচ বিশিষ্টজনের স্মরণসভার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। প্রয়াত ব্যক্তিত্বরা হলেন, বরেণ্য নাট্যব্যক্তিত্ব খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সাবেক সভাপতি আলী যাকের, প্রথিতযশা শল্যচিকিৎসক ও শিক্ষক খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সাবেক সভাপতি প্রফেসর ডাঃ এ বি এম আলী আকবর বিশ্বাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক সায়রা বেগম, সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি হোসাইন আহমেদ দুলাল। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ভার্চুয়ালি স্মরণসভা অনুষ্ঠিত হবে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে যুক্ত হবেন নাট্যব্যক্তিত্ব ও কেন্দ্রীয় খেলাঘরের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ, প্রয়াত আলী যাকেরের ছেলে নাট্যশিল্পী ইরেশ যাকের ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। প্রয়াতদের স্মরণ করে আরও আলোচনা করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন ভূঁইয়া ও নাট্যশিল্পী শমী কায়সার। জুম এ্যাপসের মাধ্যমে কবহফৎরড় কযবষধমযড়ৎ অংড়ৎ এর ফেসবুক পেজে স্মরণ সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।
×