ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেঙ্গুইনের ছবি জিতল পুরস্কার

প্রকাশিত: ২২:৪২, ২৪ ডিসেম্বর ২০২০

পেঙ্গুইনের ছবি জিতল পুরস্কার

চলতি বছর এ্যানিম্যাল ফটোগ্রাফির জন্য খুবই স্মরণীয় একটি সময়। এবার বিশ্বজুড়ে এত দারুণ দারুণ ছবি সামনে এসেছে যে, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার জন্য সাধুবাদ জানিয়েছেন। আবারও সেই রকম একটি ছবি সামনে এলো। ওসিনোগ্রাফিক ম্যাগাজিনের ওসেন ফটোগ্রাফ এ্যাওয়ার্ড ২০২০ জিতে নিল অপূর্ব এই ছবিটি। যে ছবিতে দেখা যাচ্ছে, দুই সঙ্গিনী বিচ্ছিন্ন পেঙ্গুইন উষ্ণতার জন্য পরস্পরের কাছে বসে আছে। যেন ওম নিচ্ছে একে অপরের। বসে বসে তারা চেয়ে রয়েছে মেলবোর্নের সেন্ট কিলডা পিয়েরের দিকে। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর সবার মনোযোগ আকর্ষণ করে। পরে তার চিত্রগ্রাহককেও পুরস্কৃতও করা হয়েছে। মর্মস্পর্শী ও অবিস্মরণীয় ওই ছবিটি তুলেছেন তোবিয়াস বাউমগায়ির্টনার। তোবিয়াস তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, দুটি পেঙ্গুইন যেন কিছু করতে উদ্যত, যেন এখনই তারা চলতে শুরু করবে এরকম একটা ভঙ্গি নিয়ে পাথরের ওপর বসে বসে মেলবোর্নের স্কাইলাইনের দিকে তাকিয়ে আছে। সেখানে সমুদ্রের আকাশের ওপর নানারকম আলোর ঝলকানি। খুবই কাব্যিকভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন তিনি। তোবিয়াস জানিয়েছেন, ছবিটি তুলতে তাকে পেঙ্গুইন কলোনিতে তিন রাত কাটাতে হয়েছিল। -জি নিউজ
×