ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এন্টার্কটিকায়ও পৌঁছাল করোনা

প্রকাশিত: ২২:৪১, ২৪ ডিসেম্বর ২০২০

এন্টার্কটিকায়ও পৌঁছাল করোনা

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের উহানে আবির্ভাবের এক বছরের মাথায় বরফে আচ্ছাদিত মহাদেশ এন্টার্কটিকায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কারও সন্ধান মিলল। এ্যান্টার্কটিকায় রোগী শনাক্ত হওয়ার মাধ্যমে বিশ্বের ৭ মহাদেশের সবটিতেই প্রাণঘাতী এ করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হলো। এছাড়া বুধবার পর্যন্ত ৭ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ৫১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১৭ লাখ ৩০ হাজার ৭৩৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৫ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৮৪ জন। এখনও চিকিৎসাধীন দুই কোটি ১৫ লাখ ৪ হাজার ৫৮০ জন। যাদের মধ্যে এক লাখ ৬ হাজার ২৮৯ জনের অবস্থা আশঙ্কাজন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫ হাজার ৫৯ জন। একদিনে মারা গেছে ১৩ হাজার ২১৫ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। চিলির সেনাবাহিনী জানিয়েছে, তারা এ্যান্টার্কটিকা উপদ্বীপে অবস্থিত বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্রের ৩৬ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জনই সেনাবাহিনীর সদস্য, বাকি ১০ জন ওই গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনা কর্মী। তাদের সবাইকে গবেষণা কেন্দ্রটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্রে রসদ ও কর্মী নিয়ে যাওয়া একটি জাহাজ ফেরত আসার পর জাহাজটির ৩ জনের দেহে করোনাভাইরাস মিলেছে বলে চিলির নৌবাহিনী নিশ্চিত করার কয়েকদিন পর এ্যান্টার্কটিকায় এ ৩৬ জনের কোভিড-১৯ ধরা পড়ল। চিলির নৌবাহিনী জানায়, রসদ নিয়ে যাওয়া তাদের জাহাজটি ২৭ নবেম্বর গবেষণা কেন্দ্রে পৌঁছায়; জাহাজটি ১০ ডিসেম্বর চিলির টেলকুহানো নৌ ঘাঁটিতে ফিরে আসার পর তিন ক্রুর শনাক্তকরণ পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এ্যান্টার্কটিকায় যাওয়ার আগে রওনা হওয়া সবার পিসিআর টেস্ট হয়েছিল এবং তাদের সবার ফল ‘নেগেটিভ’ এসেছিল বলেও দাবি চিলির নৌবাহিনীর। বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্রটি হচ্ছে এ্যান্টার্কটিকা মহাদেশে থাকা চিলির চারটি স্থায়ী ঘাঁটির একটি; এটি সেনাবাহিনী পরিচালনা করে। লাতিন আমেরিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে থাকা চিলিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দুবাইতে ফ্রি ভ্যাকসিন দেয়া শুরু ॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাই করোনাভাইরাসের বিনামূল্যে টিকা দেয়ার ক্যাম্পেন শুরু করেছে। দুবাইয়ের সুপ্রীম কমিটি অব ক্রাইসিস এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এ সংক্রান্ত এক বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার থেকে দুবাইয়ে করোনার একটি বৃহৎ টিকাদান কর্মসূচী শুরু হবে। এ ক্যাম্পেনে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহার করা হবে। এটি বিনামূল্যে দেয়া হবে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে। নতুন করোনার গতি-প্রকৃতি পরীক্ষা করছে কানাডা ॥ যুক্তরাজ্যসহ বিশ্বের কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে বিশ্বের অন্যান্য দেশ। এ বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকও ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এ নতুন ধরন নিয়ে কাজ করছে কানাডার স্বাস্থ্য বিভাগ। তবে দেশটিতে এখনও কেউ এতে সংক্রমিত হয়নি বলে জানিয়েছে তারা। এশিয়ায় প্রথম ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর ॥ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন এশিয়ার মধ্যে প্রথম পেল সিঙ্গাপুর। সোমবার এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে আসে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। বাইডেনের পর টিকা নিলেন ফাউসিও ॥ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এ্যান্টনি ফাউসি ও স্বাস্থ্যমন্ত্রী এ্যালেক্স এ্যাজার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ফাউসি ও এ্যাজার টিকা নেন। আর বাইডেন নিয়েছেন সোমবার। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) পরিচালক ড. ফ্রান্সিস কলিনস, ড. এ্যান্টনি ফাউসি ও এ্যালেক্স এ্যাজার এনআইএইচের আরও ছয় সহকর্মীর সঙ্গে করোনা টিকা গ্রহণ করেন। পেরুতে করোনার সংক্রমণ ১০ লাখ ছাড়াল ॥ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে করোনাভাইরাসে (কোভিড-১৯) নিশ্চিত সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে। এই মহামারীর সম্ভাব্য দ্বিতীয় দফা ঢেউ শুরু হওয়া নিয়ে উদ্বেগ দেখা দেয়ার মধ্যে সংক্রমণ এই বিশেষ মাইলফলক অতিক্রম করল। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। বিশ্বের দ্বিতীয় বৃহৎ তামা উৎপাদনকারী দেশ পেরুতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ১৫৩। গত মার্চ মাস থেকে দেশটিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। করোনায় সেখানে মারা গেছেন ৩৭ হাজার ২১৮ জন।
×