ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোসাইরহাটে বালু উত্তোলনের হিড়িক

প্রকাশিত: ২১:২৩, ২৪ ডিসেম্বর ২০২০

গোসাইরহাটে বালু উত্তোলনের হিড়িক

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৩ ডিসেম্বর ॥ গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ কোদালপুর গ্রামে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর দু’পাড়ে থাকা বসতভিটা ও ফসলি জমি। অপরিকল্পিভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে অসময়ে এসব এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। প্রায় একমাস ধরে কোদালপুর ইউনিয়নের দক্ষিণ কোদালপুর মৌজায় স্থানীয় মেম্বার ও কিছু অসাধু কুচক্রী বালু ব্যবসায়ী ১১ থেকে ১২টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সরজমিনে গিয়ে দেখা গেছে, কোদালপুর ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের দক্ষিণ কোদালপুর এলাকায় মেঘনা নদীতে ১১/১২টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের হিড়িক পড়ছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে বালু উত্তোলনকারী ড্রেজার চালকরা পালিয়ে যান। আশপাশের কিছু লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মেম্বার এক প্রভাবশালী মেম্বার ৭টি, দক্ষিণ কোদালপুর ৯নং ওয়ার্ডের এক মেম্বারের ছেলে ১টি, আরশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নান্টু মালতের ৬টি ড্রেজার প্রতিদিন নদীতে বালু উত্তোলন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
×