ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাম বদলাবে বিডি ফাইন্যান্স

প্রকাশিত: ২০:৫৭, ২৪ ডিসেম্বর ২০২০

নাম বদলাবে বিডি ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে ইসলামী শরিয়াহভিত্তিক উইং চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, বিডি ফাইন্যান্সের নাম পরিবর্তন সংক্রান্ত অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) আগামীবছরের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। তবে নাম পরিবর্তন করে কোম্পানিটির নতুন কী নাম দেয়া হবে তা এখনও জানানো হয়নি। এদিকে গতবছর লোকসানে থাকা বিডি ফাইন্যান্স চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভাল মুনাফা করেছে। সেইসঙ্গে বেড়েছে সম্পদ মূল্য। তারল্য পরিস্থিতিরও উন্নতি হয়েছে। কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৯ পয়সা। প্রাইম ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না।
×