ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে গীর্জায় অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ১৫:২০, ২৩ ডিসেম্বর ২০২০

বরিশালে গীর্জায় অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” উপলক্ষে জেলার আগৈলঝাড়া উপজেলার ৬৯ টি গীর্জায় সরকারী অনুদানের সাড়ে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র প্রচেষ্টায় আজ বুধবার সকালে উপজেলা চত্বরে তালিকাভুক্ত গীর্জা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত প্রমুখ। অপরদিকে বড়দিনের উৎসব নির্বিঘেœ পালন করতে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে প্রশাসন। আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, প্রশাসনের তালিকা অনুযায়ী উপজেলার ৬৯ টি গীর্জায় পাঁচ শতাধিক খ্রিষ্টান পরিবারের সদস্যরা প্রার্থণায় সমবেত হবেন। বড়দিনের সকল উৎসব উদ্যাপন করতে গীর্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
×