ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মানেই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত

প্রকাশিত: ২৩:২৯, ২৩ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মানেই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত

স্টাফ রিপোর্টার ॥ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের গোল্ডেন জুবিলি উদযাপন উপলক্ষে মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার্যালয়ের নিচ তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, ন্যাশনাল এমএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আগামী প্রজন্মের সন্তানদের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মহান বিজয় দিবসের আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধ, গ্রুপ কমান্ডার সুবেদার (অব) আব্দুল ওহাব বীর প্রতীক। অনুষ্ঠান সঞ্চালন করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মানেই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা। দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতা বেড়ে গেছে। এদের কঠোরভাবে রুখতে হবে। আলোচনা শেষে উপস্থিতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
×