ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাকসুতে হামলার বর্ষ পূর্তিতে কালো পতাকা মিছিল

প্রকাশিত: ২৩:২৮, ২৩ ডিসেম্বর ২০২০

ডাকসুতে হামলার বর্ষ পূর্তিতে কালো পতাকা মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন ‘ডাকসুতে হামলার তদন্ত প্রতিবেদন এক বছরেও দিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দলকানা এই প্রশাসনের প্রতি আমরা ধিক্কার জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির বিবেক বলা হয়। অথচ সেখানেই প্রকাশ্য দিবালোকে এ রকম একটি ঘটনার তদন্ত প্রতিবেদন এক বছর পরেও দিতে পারেনি।’ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ডাকসুর হামলার এক বছর : বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল’ ব্যানারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচীতে তিনি এ মন্তব্য করেন। প্রতিবাদ সমাবেশ শেষে কালো পতাকার একটি মিছিল শাহবাগ হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ। গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নূর ও তার অনুসারীদের সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
×