ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ২৩:২৮, ২৩ ডিসেম্বর ২০২০

পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের আগাম জামিন দেননি হাইকোর্ট, তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে হত্যা মামলায় জামাইকে জামিন দিয়ে শ্বশুররের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, এর আগে গত ১০ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের পর তারা নিম্ন আদালতে গেলে সেটি আদালতের ছুটি চলার সময় নাকি অবকাশের পরে হবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের আগাম জামিন দেননি হাইকোর্ট, তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ৩,৭৮,৬০, ০১০/= স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপনপূূর্বক মিথ্যা তথ্য প্রদান করায় এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ৪,৯০,৬৯,১২৪/= টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় দুদকের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন ২০১৯ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ডবলমুরিং থানার মামলা নং ১ দায়ের করেন। পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা ॥ মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতারকৃত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদুল ইসলাম পাপুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়েছে। পল্টন মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার মানি লন্ডারিং আইনে এমপি পাপুলসহ আটজনের বিরুদ্ধে সিআইডি মামলাটি দায়ের করেছে। সিআইডি সূত্রে জানা গেছে, তদন্তে পাপুলের স্ত্রী সেলিনা ইসলামসহ তার পরিবারের সদস্যের ব্যাংক হিসেবে ৩৫৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা জমা থাকায় মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়েছে।
×