ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:২৭, ২৩ ডিসেম্বর ২০২০

উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নিজেই নিজেদের উন্নয়নের কথা বলছে। নিজেদের উন্নয়নের রোল মডেল বানাচ্ছে। অথচ ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে পঞ্চম। ভুটানেরও নিচে। এসবের উদ্দেশ্য হলো জোর করে ক্ষমতায় টিকে থাকা। অথচ আজ দেশের অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে তারা। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বিএনপি গঠিত জাতীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয় ২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের জন্য স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালামকে সদস্য সচিব করে সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সরকার পার্লামেন্টকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে দিয়েছে। বিশিষ্ট নাগরিকরা বলছেন যে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। সরকার সব ক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সীমান্তে হত্যা হচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারছে না। গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে দেশে কোন দিন কোন কিছু সম্ভব হয় না। দলের পক্ষ থেকে স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের একটাই লক্ষ্য ১৯৭১ সালে যে মূল চেতনাটিতে সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন মা-বোনেরা তারা সম্ভ্রম হারিয়েছেন, সেই গণতান্ত্রিক চেতনাকে ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী-২০২১ উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১৫টি বিষয়ভিত্তিক কমিটি ও ১০টি বিভাগীয় কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুস সালামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৫টি কমিটি গঠন করেছে বিএনপি। কমিটিগুলো হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনকে আহ্বায়ক করে স্মরণিকা কমিটি; স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আহ্বায়ক করে আইনের শাসন ও মানবাধিকার বিষয়ক কমিটি, গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক করে প্রচার কমিটি, ড. আব্দুল আব্দুল মঈন খানকে আহ্বায়ক করে সেমিনার ও সিম্পোজিয়াম কমিটি, সেলিমা রহমানকে আহ্বায়ক করে স্বরচিত কবিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি, ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে মিডিয়া কমিটি, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক করে প্রকাশনা কমিটি, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে আহ্বায়ক করে মুক্তিযুদ্ধের সম্মাননা কমিটি, বরকত উল্লাহ বুলুকে আহ্বায়ক করে র‌্যালি কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আহ্বায়ক করে সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি, গাজী মাজহারুল আনোয়ারকে আহ্বায়ক করে সাংস্কৃতিক কমিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মুস্তাহিদুর রহমানকে আহ্বায়ক করে রচনা প্রতিযোগিতা কমিটি।
×