ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে নবজাতকের লাশ উদ্ধার

কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২৩:২২, ২৩ ডিসেম্বর ২০২০

কামরাঙ্গীরচরে ছাদের রেলিং ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। এদিকে কামরাঙ্গীরচরে একটি ছয়তলা ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অন্যদিকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে ডাকাতি ও ছিনতাই করার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর তেজগাঁওয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ পশ্চিম নাখালপাড়ার রেললাইনের পাশে একটি বাজার ব্যাগ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বর্মণ জানান, সকালে পশ্চিম নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইনের পাশে একটি বাজারের ব্যাগের ভেতর থেকে মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এসআই অপূর্ব কুমার জানান, কে বা কারা কোন কুমারী মাতাকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে এই নবজাতককে মেরে এখানে ফেলে গেছে। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ছাদের রেলিং ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ছয়তলা ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে রাশেদা বেগম রাফেজা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের স্বামী মোঃ ফেরদৌস আলী একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কানাইপুর গ্রামে। তিনি রনি মার্কেট সংলগ্ন একটি ছয়তলা ভবনের ছয়তলায় দুই মেয়ে ও দুই ছেলে নিয়ে থাকতেন। নিহতের বড় ভাই ইয়াদ আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বোন রাশেদা বেগম রনি মার্কেট এলাকার ওই ছয়তলা ভবনের ছাদে লেপ শুকানোর জন্য যান। রেলিংয়ে লেপ শুকাতে দেয়ার সময় হঠাৎ রেলিং ভেঙ্গে নিচে পড়ে যান। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার ॥ রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ওয়ালিদ হোসেন জানান, সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিসি ওয়ালিদ জানান, এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫৮৫ পিস ইয়াবা, ২৫৫ গ্রাম ৫৯ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ৫০টি ইনজেকশন, ১০ ক্যান বিয়ার ও ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ডাকাতি ও ছিনতাই করার সময় ৯ জনকে গ্রেফতার ॥ রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতি ও ছিনতাই করার সময় ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ সাইদুল (৩৮), মোঃ হাফিজুর বেপারী (২১), জুবায়ের মোল্লা (২০), হানিফ শেখ (৩০), মহসিন বেপারী (৩০), ইউসুফ মাতব্বর (১৮), মোঃ শুভ (২২), মোঃ হোসেন (২১) ও মোঃ সালমান হাসিব (৩৩)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর থানাধীন চল্লিশ ফিট রোডে বসিলা গার্ডেন সিটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দলের সদস্য সাইদুল, হাফিজুর, জুবায়ের মোল্লা, হানিফ শেখ, মহসিন বেপারী ও ইউসুফ মাতব্বরকে গ্রেফতার করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, রাতে তারা দুটি/তিনটি দলে ভাগ হয়ে টার্গেট করা ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।
×