ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত নারীর মৃত্যু

প্রকাশিত: ২২:২০, ২১ ডিসেম্বর ২০২০

নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২০ ডিসেম্বর ॥ সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে বাধা দেয়ায় আহত নুর নাহার (৬০) ঢাকায় মারা গেছেন। মেয়েদের ছবি তুলতে বাধা দেয়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে নুর নাহারসহ ১০ জনকে কুপিয়ে জখম করে। রবিবার তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। এ ঘটনায় আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত নুর নাহার ওই উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির নুরুল হকের স্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির আবুল কালামের বিয়ের অনুষ্ঠানে কনের গোসলের ছবিসহ মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ির মোশারেফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয় আবুল কালামের ছেলে মিলনসহ অন্যরা। বরপক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারেফ ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে কালামের ছেলে মাহফুজুর রহমান (২৬), নুর নাহার (৬০), আবুল কালাম (৪৯), কুলসুম আক্তারসহ (১৯) অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি কারা হয়। পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া আবুল কালাম ও কুলসুম আক্তারকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
×