ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ২২:১৭, ২১ ডিসেম্বর ২০২০

তিন সাহিত্য পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত তিন লেখকের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কারের জন্য নির্বাচিত লেখকত্রয়ী হলেন- শাহরিয়ার কবির, রফিক কায়সার ও কবি জুলফিকার মতিন। এ বছরের সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন রফিক কায়সার। কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন জুলফিকার মতিন। রবিবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তিন লেখকের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, এই পুরস্কারগুলো যাদের নামে প্রবর্তিত তাদের পরিবারের পক্ষ থেকে এসব পুরস্কারের অর্থ দেয়া হয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকে বাংলা একাডেমি।
×