ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে কারখানার মেশিন চালাতে গিয়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ২০:৫৭, ২১ ডিসেম্বর ২০২০

গাজীপুরে কারখানার মেশিন চালাতে গিয়ে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে আবারও কারখানার মেশিন চালু করতে গিয়ে এক শ্রমিক শনিবার রাতে মারা গেছে। তার নাম এমরাতুন মিয়া ওরফে ইমদাদুল মিয়া মিরাজ (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ঘনেরগাঁও গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার নাসা গ্রুপের লিজ কমপ্লেক্স লিমিটেড কারখানার ১১ নম্বর ওয়াশিং মেশিনের অপারেটর পদে চাকরি করছিলেন এমরাতুন মিয়া। তিনি শনিবার রাতের শিফটে ডিউটি করছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে পার্শ্ববর্তী মেশিনের অপারেটর। খোঁজাখুঁজির একপর্যায়ে স্টিম লাইন মেশিনের পাশে এমরাতুনকে পড়ে থাকতে দেখে। তার মাথা ও গলায় ক্ষত (কাটা) চিহ্ন রয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এমরাতুনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, স্টিম লাইন মেশিন চালু করতে গিয়ে তিনি পা পিছলে মেশিনের বেল্টের উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত এর আগে একইদিন সকালে গাজীপুর মহানগরের সদর থানার হাতিয়াব খিলপাড়া এলাকার কার্টুনের কাগজ তৈরির হাজী পেপার এ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ কারখানায় চালু থাকা পেপার রিওয়ান্ডার মেশিনের রোলারের আঘাতে ঝাড়ুদার দুলাল মিয়া মারা যায়।
×