ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্ব ॥ ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ২০:৫৬, ২১ ডিসেম্বর ২০২০

সীতাকুণ্ডে মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্ব ॥ ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, ২০ ডিসেম্বর ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার ভাটিয়ারি বিএম গেট সীমা স্টীল রিরোলিং মিলস মালিকের সংলগ্ন এলাকায় এ ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়,উপজেলার ভাটিয়ারি বিএম গেট সীমা স্টীল রিরোলিং মিলস্রে মালিক মোহাম্মদ শফির বাড়ি সংলগ্ন তিন শ’ বছরের পুরনো নাছির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ নির্মাণ নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল নাসিম উদ্দিন, মোস্তাকিম ও বাবুল গংয়ের সঙ্গে জহির,মাসুদ মেম্বার ও নওশাদ গংয়ের। গত মাসে একপক্ষ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। পরে বিষয়টি মামলায় জড়ায়। এরই ধারাবাহিকতায় সরেজমিনে পরিমাপ করতে রবিবার সকালে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুল ইসলাম। উনি উভয়পক্ষের কথা শোনেন এবং সরকারী সার্ভেয়ার দিয়ে জায়গার পরিমাপ করার চেষ্টা করতে গেলে হালকা মতবিরোধের সূত্রপাত হয়। সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গেথ এক পক্ষের নাছির মোহাম্মদ চৌধুরীবাড়ি সমাজের সর্দার মোহাম্মদ মোস্তাকিমকে অপর পক্ষের মহিউদ্দিন ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এর পর একপক্ষ আরেক পক্ষকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটায়। পরে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে উভয়পক্ষ যার যার অবস্থান থেকে সরে দাঁড়ায়। মসজিদ নির্মাণ বিষয়ে জানতে চাইলে কয়েক স্থানীয় বলেন, মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের যেই জটিলতা শুরু হয়েছে। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
×