ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারিতে বেতন বৈষম্য নিরসন দাবিতে কলম বিরতি

প্রকাশিত: ২০:৫৬, ২১ ডিসেম্বর ২০২০

বারিতে বেতন বৈষম্য নিরসন দাবিতে কলম বিরতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পদবী ও বেতন বৈষম্য নিরসন এবং এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে রবিবার দুইঘণ্টা কলম বিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মহানগরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও শাখা সহকারী পদে কর্মরত কর্মচারীরা এ কর্মসূচীতে অংশ নেন। এ সময় বারির প্রধান কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক অনুরূপ কর্মসূচী পালন করে। বক্তারা সচিবালয়ের বাইরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমর্যাদার সকল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ১৯৯৫ সালে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও শাখা সহকারী পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা এবং সাটলিপিকার পদকে গোপনীয় কর্মকর্তা পদে উন্নীত করা হয়েছে। প্রায় ২৫ বছর অতিবাহিত হলেও সচিবালয়ের বাইরে দফতর, অধিদফতর, পরিদফতর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সাটলিপিকার পদগুলো একই রয়ে গেছে। তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। ফলে সচিবালয়ের বাইরের কর্মচারীরা চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।
×